আগরতলায় অবৈধ শব্দবাজি ও বিলিতি মদ বাজেয়াপ্ত করল পুলিশ
এনসিসি থানা পুলিশ এবং পূর্ব আগরতলা থানার পুলিশ অবৈধ শব্দবাজি ও নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। সোমবার এই অবৈধ সামগ্রী গুলো উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অবৈধ ব্যবসায়ীদের।

দ্যা ফ্যাক্ট :- এনসিসি থানা এবং পূর্ব আগরতলা থানা শব্দবাজি বিরোধী অভিযানে পেল সাফল্য। পাশাপাশি উদ্ধার করা হয়েছে অবৈধ বিলিতি মদ। গ্রেপ্তার অবৈধ ব্যবসায়ীরা।
এনসিসি থানার পুলিশ লক্ষ্মীপূজাকে সামনে রেখে অবৈধ শব্দবাজি বিরোধী অবিযান চালায়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে অবৈধ বিলিতি মদ। সোমবার এনসিসি থানাতে সাংবাদিক সম্মেলন করে এনসিসি থানার ওসি প্রাজীত মালাকার জানান এদিন প্রায় এক লক্ষ টাকার অবৈধ বাজি এবং বিলিতি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি এই অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে মোট ১১ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এনসিসি থানার অন্তর্গত নন্দনগর, বড়জলা সহ বিভিন্ন এলাকায় এই অবৈধ অভিযান চালায় পুলিশ।
অন্যদিকে পূর্ব আগরতলা থানার পুলিশ অবৈধ শব্দবাজি উদ্ধারে সক্ষম হয়েছে। গোলবাজার থেকে অবৈধ শব্দবাজি ক্রয় করে নিয়ে যাওয়ার সময় মোটরস্ট্যান্ডে শব্দবাজি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। প্রায় এক লক্ষ টাকার বাজি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ।
What's Your Reaction?






