যুবতারাতে পথ দুর্ঘটনায় আহত ১, প্রতিবাদে আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ
লেফুঙ্গা থানার অন্তর্গত আগরতলা খোয়াই জাতীয় সড়কের যুবতারাতে গাড়ির ধাক্কায় আহত হয়েছেন মিনু মালা দেববর্মা। উনাকে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। এই ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ জাতীয় সড়ক অবরোধ করে বসেন।
দ্যা ফ্যাক্ট :- আগরতলা খোয়াই জাতীয় সড়কের যুবতারাতে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। ঘাতক গাড়িকে সনাক্তকরণের জন্য জাতীয় সড়ক অবরোধ করলো এলাকাবাসী। পাশাপাশি দাবি করা হয় এই এলাকাতে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য।
মঙ্গলবার সন্ধ্যায় লেফুঙ্গা থানার অন্তর্গত যুবতারায় মোহনপুর গামি একটি গাড়ি পথচারীকে ধাক্কা দেয়। গুরুতর আহত হয়েছেন পথচারী মিনু মালা দেববর্মা। গাড়িটি ঘটনাস্থল থেকে আগরতলার দিকে পুনরায় ফিরে যায়। গুরুতর আহত অবস্থায় মিনু মালাকে ভর্তি করা হয় জিবিপি হাসপাতালে।
এদিকে এলাকাবাসী যুবতারা এলাকাতে আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ করে। রাতে ব্যাপক সমস্যার মুখে পড়েন যাত্রীরা। দূরপাল্লা সহ বিভিন্ন স্থানীয় যানবাহনগুলোকে আটকে দেওয়া হয় পথ অবরোধে। অবরোধকারীদের দাবি একদিনের মধ্যে ঘাতক গাড়ি চিহ্নিত করে অভিযুক্ত চালককে গ্রেফতার করতে হবে। পাশাপাশি দুর্ঘটনাস্থলে একটি সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত পথ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিল এলাকাবাসী।
What's Your Reaction?