মোহনপুরে লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করলো পুলিশ, বাঁধা দানকারীদের দিকে কাঁদানো গ্যাস নিক্ষেপ
সিধাই থানার অন্তর্গত নোয়াগাঁও গ্রামে গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এই গাঁজা বিরোধী অভিযান। পাশাপাশি। লেফুঙ্গা থানার অন্তর্গত দীঘালিয়া এবং তুলা বাগান এলাকায় অবৈধ গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে।
দ্যা ফ্যাক্ট :- সিধাই থানা এলাকাতে গাঁজা বিরোধী অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার মোহনপুরের নোয়াগাঁও গ্রামে হয় গাঁজা বিরোধী অভিযান। জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও নেতৃত্বে চলে গাঁজা বিরোধী অভিযান। পাশাপাশি লেফুঙ্গা থানার অন্তর্গত দীঘালিয়া এবং তুলা বাগানে গাঁজা বাগান ধ্বংস করে পুলিশ।
মঙ্গলবার ভোরে নোয়াগাঁও গ্রামের গাঁজা বাগানে অভিযান চালায় পুলিশ। এদিন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিমাদ্রি প্রসাদ দাসের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী পুলিশ এবং টিএসআর যৌথভাবে এই অভিযান শুরু করে। এদিন প্রায় ৪৫টি প্লটে প্রায় এক লক্ষ গাঁজা-গাছ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। গাঁজা চাষিরা পুলিশি অভিযানে বাঁধা দিতে এলে পুলিশ কাঁদানো গ্যাস ছেড়ে গাঁজা চাষীদের ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু পুলিশকে বাঁধা দানকারীদের গ্রেফতারের চেষ্টা করতে দেখা যায়নি পুলিশকে।
অন্যদিকে লেফুঙ্গা থানা এলাকার দিঘালিয়া এবং তুলা বাগান এলাকায় গাঁজা গাছ কেটে নষ্ট করে দিয়েছে পুঙ্গা থানার পুলিশ।
What's Your Reaction?