"বুথ হেয় তো ভোট হে"এই স্টেটেজিতে বক্সনগরে তোফাজ্জলকে জয়ী করতে মুখ্যমন্ত্রীর বুথ স্তরে নির্বাচনী প্রচার, ব্যাপক সরা

বাড়ি বাড়ি প্রচার, বোথ অফিসের উদ্বোধন, বোথ স্তরে সভার মধ্য দিয়ে বক্সনগরে বিজেপি প্রার্থীকে জয়ী করতে মুখ্যমন্ত্রী আহ্বান

Aug 23, 2023 - 00:42
 0  21
"বুথ হেয় তো ভোট হে"এই স্টেটেজিতে বক্সনগরে তোফাজ্জলকে জয়ী করতে মুখ্যমন্ত্রীর বুথ স্তরে নির্বাচনী প্রচার, ব্যাপক সরা

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-"বুথ হেয় তো ভোট হে" নির্বাচনের লড়াই করার ক্ষেত্রে এটি বিজেপি দলের বীজ মন্ত্র। রাজ্যের বক্সনগর এবং ধনপুর কেন্দ্রের উপনির্বাচনে শাসকদল বিজেপি এই বীজ মন্ত্রকে পাথেয় করে এগোচ্ছে। মঙ্গলবার বক্সনগর বিধানসভা কেন্দ্রের ১৮ নং বুথে বিজেপি মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে বুথ স্তরের কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে তা পরিষ্কার হয়ে গেল।

                            রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই শাসক দল বিজেপি রীতিমতো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ময়দানে নেমে পরে। শুরু থেকেই দেখা যাচ্ছে বিজেপি বুথে শক্তি বৃদ্ধির উপর ব্যাপক জোর দিয়েছে। একেকজন মন্ত্রী বোথ স্তরে গিয়ে সভা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি বুথকে কিভাবে আরো শক্তিশালী করা যায় তার উপর কাজ করছেন দলের শীর্ষ নেতৃত্বরা। বিজেপি বিধানসভা কেন্দ্র জেতার পূর্বে প্রতিটি বুথ জেতার রণ কৌশল নিয়েছে। যাতে করে ছোট থেকে ছোট সমস্যা গুলিও নজরে আসে এবং তার ওপর দল কাজ করতে পারে। কারণ এই দুটি কেন্দ্র শাসকদল বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে সরকার এবং দলের ভবিষ্যতের দিক নির্ণয় করবে এই দুটি বিধানসভা নির্বাচনের জয় পরাজয়। মঙ্গলবার বক্সনগর বিধানসভা কেন্দ্রের ১৮ নং বুথে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বোথ স্তরের কর্মীদের সাথে বৈঠক করার পাশাপাশি একটি নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন করেন।

 বুথের কার্যকর্তাদেরকে সংগঠিতভাবে দলের প্রচার প্রসার এবং ভোটারদের কাছে যাওয়ার ওপর গুরুত্ব দিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ১৯ নং বুথেও প্রচার করলেন মুখ্যমন্ত্রী। এদিন প্রার্থী তোফাজ্জল হোসেনকে সাথে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে জান মুখ্যমন্ত্রী। দল মত নির্বিশেষে প্রত্যেকের কাছে বিজেপি মনোনীত প্রার্থীর হয়ে ভোট চইলেন তিনি। এদিনের মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক জন ঢল লক্ষ্য করা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow