বামুটিয়ায় প্রীতম শীল খুন কাণ্ডে গ্রেফতার আরো ৩
সম্প্রতি বামুটিয়ার তুফানিয়া লুঙ্গা চা বাগানে সঙ্ঘবদ্ধ আক্রমণে নিহত হয়েছে প্রীতম শীল নামে এক যুবক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্বে তিন উপযুক্ত এবং বুধবার আরো তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
দ্যা ফ্যাক্ট :- সম্প্রতি বামুটিয়ার তুফানিয়া লুঙ্গা চা বাগানে প্রিতম শীল খুন কাণ্ডে গ্রেপ্তার আরো তিন জন অভিযুক্ত। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে পাঠায় লেফুঙ্গা থানার পুলিশ।
গত ২৪ শে ডিসেম্বর তুফানিয়া লুঙ্গা চা বাগানে গভীর রাতে দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হয় প্রবী শীল। পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছে সে। এই ঘটনাকে কেন্দ্র করে মৃতের বাবা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে। ইতিমধ্যেই এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযুক্তদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তাঁদের জবানবন্দীর ওপর ভিত্তি করে বুধবার রাতে আরো তিন অভিযুক্তকে তুফুনিয়া লুঙ্গা চা বাগান থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা হল অমন উড়াং, মিন্টু উড়াং এবং আশিক ভক্ত। অভিযুক্ত দের পুলিশ রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী অফিসার নৃপেন্দ্র জমাতিয়া।
What's Your Reaction?