অটোর ধাক্কায় গুরুতর আহত হয়ে ভাই-বোন-জীবিপি হাসপাতালে চিকিৎসাধীন
আড়ালিয়ায় দত্তপাড়া এলাকায় অটুট ধাক্কায় আহত হয়েছে ভাই বোন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। বর্তমানে দুজন জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।
দ্যা ফ্যাক্ট :- রাস্তা পারাপারের সময় বাঁশ বুঝাই অটোর ধাক্কায় গুরুতর আহত হয়েছেন দুজন। আহতরা হলেন অর্পিতা ভৌমিক (১৭) এবং তার ১৮ মাসের ছোট ভাই। ভাইকে নিয়ে প্রতিবেশী বাড়িতে যাওয়ার সময় এই দুর্ঘটনা সংঘটিত হয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে।
শুক্রবার বিকেল নাগাদ ছোট ভাইকে কোলে নিয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিল অর্পিতা ভৌমিক। হারালিয়ার দত্তপাড়া এলাকায় একটি অটো এসে ধাক্কা দেয় তাঁদের। এতে ভাই এবং বোন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কা জনক অবস্থায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন দুজনে। স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে। অটোতে থাকা বাঁশ অর্পিতার গালের ভেতর ঢুকে যায়। অন্যদিকে ছোট্ট শিশুটিও গুরুতর আহত হয়েছে। জানা গেছে ফটো চালকের দৃষ্টিশক্তি দুর্বল। তবে কি কারন এই পথ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি।
What's Your Reaction?