আইসিএআরে মহিলা কর্মীকে হয়রানির অভিযোগ, অভিযোগে চক্রান্তের গন্ধ !
লেম্বুছড়া স্হিত আইসিএআরে এক মহিলা কর্মচারীকে হয়রানি করার অভিযোগ উঠেছে তার এক সহকর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার অফিসে হয় মীমাংসা সভা। অভিযুক্তের নাম তন্ম সাহা। অন্যদিকে অভিযোগকারীনি রুবি দেববর্মা সংবাদ মাধ্যমের সামনে এবং পুলিশে সরাসরি অভিযোগ করতে অসম্মতি প্রকাশ করেন।
দ্যা ফ্যাক্ট :- লেফুঙ্গা থানার অন্তর্গত আইসিএআরে এক মহিলা কর্মীকে বিভিন্ন সময় হয়রানি করার অভিযোগ উঠেছে তার অপর সহকর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার আইসিএআর চত্বরে শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। যদিও কর্তৃপক্ষ নিজেদের মধ্যেই বিষয়টি মীমাংসা করার উদ্যোগ নেয়।
বেশ কিছুদিন যাবত আইসিএআরে অনিয়মিত কর্মী রুবি দেববর্মাকে বিভিন্নভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে অপর অনিয়মিত তার সহকর্মী তন্ময় সাহার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার অফিস চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ। অফিসের ভেতর বসে মীমাংসা সভা। ঘটনাস্থলে ছুটে যায় সাংবাদিকরা। সাংবাদিকদের দেখে উত্তেজিত হয়ে উঠেন ডিডিও অশ্বিনী বৈদ্য। সাংবাদিকদের সরাসরি প্রশ্ন করেন কে সাংবাদিকদের ডেকে এনেছে? এমনকি সাংবাদিকদের বেরিয়ে যেতেও নির্দেশ দিয়েছেন তিনি। যদিও এই ঘটনা প্রসঙ্গে কোন কিছুই বলতে অস্বীকার করেছেন তিনি।
অন্যদিকে কর্তব্যরত পুলিশ জানায় এই ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ এবং রুবি দেববর্মার তরফে কোন ধরনের অভিযোগ করা হয়নি। যদিও রবি দেববর্মা লেম্বুছড়া এলাকার নিবাসী হবার কারণে স্থানীয়রা ছুটে এসেছেন আইসিএআরে। স্থানীয়দের অভিযোগ তন্ময় সাহা বিভিন্ন ভাবে সমস্যা তৈরি করছে রবি দেববর্মাকে কেন্দ্র করে।
এই ঘটনাকে ঘিরে যেহেতু অভিযোগকারীনির তরফে কোন অভিযোগ সরাসরি পাওয়া যায়নি তাই অভিযোগের সত্যতা নিয়েও সন্দেহ থেকেই যাচ্ছে। স্থানীয়দের দাবি অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক কর্তৃপক্ষ।
What's Your Reaction?