মন্ত্রী শুক্লাচরণের নিরাপত্তার গাড়ির সাথে সংঘর্ষে আহত বাইক চালক
মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার নিরাপত্তার গাড়ির সাথে বিশালগড়ের সংঘর্ষ হয় ১টি বাইকের। এতে গুরুতর আহত হয়েছেন বাইক চালক। আহত বাইক চালককে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতাল এবং পরে জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়।
দ্যা ফ্যাক্ট :- বিশালগড়ের লকডাউন চৌমুহনীতে মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়ার নিরাপত্তার গাড়ির সাথে সংঘর্ষ বাইক আরোহীর। এতে আহত হয়েছেন বাইক চালক। উনাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।
আগরতলা থেকে ফেরার পথে বিশাল করে মন্ত্রীর নিরাপত্তার বাহিনীর গাড়ির সাথে এই সংঘর্ষের গুরুত্ব আহত হয়েছেন বাইক চালক। সঙ্গে সঙ্গে মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেন আহত বাইক চালককে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এই সময়ের মধ্যেই চলে আসে দমকল বিভাগের গাড়ি। সেখান থেকে আহত ব্যক্তিকে দমকল বিভাগের গাড়ি করে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া। পাশাপাশি হাসপাতালে এসে আহত ব্যক্তিকে দেখে উনার উপযুক্ত চিকিৎসার উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী।
What's Your Reaction?