মনসার গ্যাস এজেন্সি ও গান্ধীগ্রামের গ্যাস এজেন্সি থেকে অবৈধ পথে বিক্রি হচ্ছে সিলিন্ডার
মোহনপুরের মনসা গ্যাস এজেন্সি এবং গান্ধীগ্রাম গ্যাস এজেন্সি থেকে বাঁকা পথে অবৈধ ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছে সিলিন্ডার। খাদ্য দপ্তরের তৎপরতার অভাবে এই অবৈধ সিলিন্ডার ব্যবসা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।
দ্যা ফ্যাক্ট :- মোহনপুরের রাঙ্গা ছড়ার মনসা গ্যাস এজেন্সি এবং গান্ধীগ্রাম গ্যাস এজেন্সি থেকে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। খাদ্য দপ্তরের তরফে সঠিক নজরদারি না থাকায় অবৈধভাবে বিভিন্ন জায়গায় অবৈধ ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করছে সিলিন্ডার। মঙ্গলবার রাঙা ছড়ার মনসা গ্যাস এজেন্সি থেকে কামাল ঘাটের সাধন দাসের দোকানে অবৈধভাবে প্রায় ২০ টি সিলিন্ডার বিক্রি করা হয়।
মোহনপুরের রাঙাছড়া গ্যাস এজেন্সি থেকে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে সিলিন্ডার। সাধারণ ভোক্তাদের বঞ্চিত করে বাজারে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছে সিলিন্ডার। মঙ্গলবার কামালঘাটের উত্তরপাড়া এলাকায় সাধন দাসের দোকানে মনসা গ্যাস এজেন্সির গাড়ি থেকে প্রায় ২০ টি সিলিন্ডার বিক্রি করা হয়েছে। দীর্ঘদিন যাবত সাধন দাসের বাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। উনার বাড়িতে রয়েছে একটি বাজে মালের দোকান। গান্ধীগ্রাম গ্যাস এজেন্সি এবং রাঙ্গাছড়ার মনসা গ্যাস এজেন্সি থেকে সিলিন্ডার গুলো সাধন দাসের কাছে অবৈধভাবে বিক্রি করা হয়। খাদ্য দপ্তরকে ঘুমে রেখে গ্যাস সিলিন্ডারের এই চোরাকারবারি এজেন্সিগুলো প্রতিনিয়ত করে গেলেও খাদ্য দপ্তর নির্বিকার। মঙ্গলবার মনসা গ্যাস এজেন্সির গাড়ি থেকে সাধন দাসের বাড়িতে ডেলিভারি দেওয়া হয়েছে গ্যাস সিলিন্ডার।
What's Your Reaction?