বিজেপির সমাবেশকে কটাক্ষ প্রদ্যুতের
আগরতলায় বিজেপির সমাবেশ এবং যোগদান সভাকে কেন্দ্র করে কটাক্ষ করল প্রদ্যুত বিক্রমণিক দেববর্মা। তিনি বলেন মথার ব্লক স্তরের সভাতেও এর চাইতে অনেক বেশি সমাগম হয়।
দ্যা ফ্যাক্ট :- শুক্রবার আগরতলায় বিজেপির সমাবেশকে কটাক্ষ করলেন তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রমানিক্য দেববর্মা। তিনি বলেন উনার ব্লক স্তরের সমাবেশে এর চাইতে অনেক বেশি জনসমাগম হয়। তার জন্য খরচ করতে হয় না পয়সা।
শুক্রবার রবীন্দ্র ভবন চত্বরে বিজেপির উদ্যোগে জনজাতির স্তরের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত যোগদান সভাকে কেন্দ্র করে ছিল এই সমাবেশ। এই সমাবেশের উপস্থিতি হার নিয়ে বিজেপিকে আক্রমণ করল প্রদ্যুৎ। বলল ব্লক স্তরে মথার সমাবেশে যে পরিমাণ লোক সংখ্যা হয় তার কাছে দাঁড়াও ছিল না এই দিনের ভিড়। পাশাপাশি কথার সমাবেশে এসে লোকসভা গম দেখার আহ্বান করলেন বিজেপি নেতৃত্বকে।
What's Your Reaction?