কৃষকদের রেজিস্ট্রেশন নিয়ে সচিবালয়ে বৈঠক করলেন মন্ত্রী রতন লাল নাথ

রাজ্যের কৃষকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে সচিবালয়ে এক বৈঠক করলেন রাজ্যের কৃষি ও কৃষক দপ্তরের মন্ত্রী। দপ্তরের সচিব, অধিকর্তাসহ অন্যান্য আধিকারিকদের নিয়ে এই বৈঠকে মিলিত হয়েছেন মন্ত্রী।

Dec 10, 2025 - 23:59
Dec 11, 2025 - 00:23
 0  3
কৃষকদের রেজিস্ট্রেশন নিয়ে সচিবালয়ে বৈঠক করলেন মন্ত্রী রতন লাল নাথ
রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে শচিবালের বৈঠক করলেন মন্ত্রী রতন লাল নাথ

দ্যা ফ্যাক্ট :- কৃষকদের রেজিস্ট্রেশন এটি শুধু একটি তথ্য নথি নয়, এটি আধুনিক, দক্ষ ও স্বচ্ছ কৃষি ব্যবস্থার ভিত্তি। সচিবালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর কৃষি মন্ত্রী এই কথা জানান।বৈঠকে কৃষি সচিব, কৃষি অধিকর্তা , উদ্যানপালন অধিকর্তা বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিএসি চেয়ারম্যান ও সেক্টর অফিসাররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।

এদিনে বৈঠককে কেন্দ্র করে মন্ত্রী জানান, কৃষক রেজিস্ট্রি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সরকারি যেকোনো সুবিধা, বিশেষ করে পিএম-কিষান (PM-KISAN) প্রকল্পের সুবিধা পেতে এটি বাধ্যতামূলক।

মন্ত্রী আরৈলবলেন, কৃষক রেজিস্ট্রি মাধ্যমে কৃষকেরা নিশ্চিত হতে পারেন যে তাদের জন্য নির্ধারিত সরকারি আর্থিক সহায়তা কোনো বিলম্ব বা মধ্যস্বত্বভোগীর ঝুঁকি ছাড়াই সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এতে প্রকৃত কৃষকই সঠিক সময়ে সঠিক সুবিধা পাবেন । কৃষক রেজিস্ট্রির মাধ্যমে প্রতিটি কৃষকের একটি যাচাইকৃত পরিচয় তৈরি করা যাবে , যা তাদের জমির তথ্য ও আধার-এর সঙ্গে সংযুক্ত থাকে। এর ফলে তথ্যের পুনরাবৃত্তি রোধ হবে এবং সঠিক ভর্তুকি, ফসল বিমা, কৃষি ঋণ ও কৃষি উপকরণ বাস্তবভিত্তিকভাবে প্রদান সহজ হবে ।

কৃষি মন্ত্রী আরও বলেন, এই কৃষক রেজিস্ট্রি ডিজিটাল কৃষি ব্যবস্থার মূলভিত্তি। এর মাধ্যমে সয়েল হেলথ কার্ড, ডিজিটাল ফসল সমীক্ষা, বাজার সংযোগ এবং কৃষি পরামর্শ পরিষেবার সঙ্গে তথ্যসমূহ সহজেই পাওয়া যাবে । ফলে কৃষকেরা প্রয়োজনীয় তথ্য ও পরিষেবায় দ্রুত পাবে এবং আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে । একই সঙ্গে প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে । এটি অ্যাগ্রি-টেক খাতে নতুন উদ্ভাবনের সুযোগও সৃষ্টি করবে , যা উৎপাদন ও আয় বৃদ্ধিতে সহায়ক হবে ।

মন্ত্রী আরও বলেন, কৃষক রেজিস্ট্রির মাধ্যমে প্রতিটি কৃষকের একটি ‘ইউনিক ফার্মার আইডি’ তৈরি করা হবে যা জমি ও ফসল সংক্রান্ত সঠিক তথ্য পাওয়া যাবে এবং সরকার যথাযথ পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণে সক্ষম হবে।

তিনি জানান, এর ফলে কৃষকেরা এক জায়গায় সব তথ্য ও সুবিধা পাবেন, যা তাদের সময় ও খরচ দুটোই বাঁচাবে। কৃষক রেজিস্ট্রির শুধু প্রশাসনিক কাজ সহজ করছে না; এটি কৃষকদের সক্ষম করে তুলবে , নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আয় বাড়াতে সাহায্য করবে এবং আমাদের কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী করবে । আমি রাজ্যের রাজ্যে অন্নদাতা সকল কৃষক দের কে অনুরোধ করছি দ্রুত এই কৃষক রেজিস্ট্রির সম্পূর্ণ করুন। আসুন, আমরা সবাই মিলে ডিজিটাল কৃষিকে গ্রহণ করি এবং কৃষিক্ষেত্রকে আরও উচ্চতায় নিয়ে যাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow