বাংলাদেশী চুরেরা ছনমুড়ি থেকে গরুর চুরি করে নেওয়ার অভিযোগ গৃহস্থের

গরু চুরি করে পেট ভরার পেশা অব্যাহত বাংলাদেশী গরু চুরেদের

Nov 26, 2023 - 05:23
Nov 26, 2023 - 05:25
 0  23
বাংলাদেশী চুরেরা ছনমুড়ি থেকে গরুর চুরি করে নেওয়ার অভিযোগ গৃহস্থের
ছনমুড়িতে বাংলাদেশী চুরেরা শূন্য করলো গৃহস্থের গোয়াল

দ্য ফ্যাক্ট অফ ত্রিপুরা:-ক্রিকেট বিশ্বকাপে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জয়ী হওয়ার পর থেকেই বাংলাদেশের ভারতবিদ্বেষী নাগরিক তাদের ভাষায় ঈদ উদযাপন করছে। অন্যদিকে বাংলাদেশ থেকে আগত চোর গৃহস্থের ঘর থেকে গাভী নিয়ে পালিয়ে যেতে সক্ষম হওয়ার মতো অভিযোগ উঠেছে। ঘটনা এয়ারপোর্ট থানাধীন ছনমুড়ি এলাকায়।

             দীর্ঘ বছর যাবত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাতে বাংলাদেশ থেকে আগত চোরেরা মানুষের ঘরে হামলা দেওয়ার পাশাপাশি কষ্টার্জিত সম্পদ নিয়ে ছুট দেয় বাংলাদেশের চোরেরা। শুক্রবার গভীর রাতে ছনমুড়ি এলাকার এক বাড়িতে হানা দেয় চোরের দল। গোয়াল ঘর থেকে গাভী নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিষয়টি আঁচ করতে পারেন বাড়ির মালিক। হইচই শুরু করলে ৩ টি গাভী নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে চোরেরা। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এয়ারপোর্ট থানায় অভিযোগ করেছেন গাভীর মালিক। প্রশ্ন উঠছে দীর্ঘ বছর যাবত বাংলাদেশ থেকে ভারতে এসে রাতের আঁধারে এইভাবে চুরির কান্ড সংগঠিত করে সীমান্ত এলাকার মানুষকে নিঃস্ব করে দিয়েছে বাংলাদেশের চোরেরা। স্থানীয়দের দাবি এই ধরনের ঘটনার রোধ করতে সীমান্তরক্ষী বাহিনীর সমেত পুলিশ আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow