ককবরক দিবসের রেলিকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন রোমান ক্রিপ্টের দাবিতে
রোমান স্ক্রিপ্টের দাবিতে আগরতলাতে বিক্ষোভ প্রদর্শন করলো কতিপথ। যদি পরবর্তী সময়ে বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ।
দ্যা ফ্যাক্ট :- রোমান স্ক্রিপ্টের দাবিতে সোমবার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে আগরতলাতে। এদিন ককবরক দিবস উপলক্ষে আগরতলায় অনুষ্ঠিত হয় এক রেলি। সরকারিভাবে অনুষ্ঠিত এই রেলিতে জন প্রতিনিধি এবং আধিকারিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই রেলিকে কেন্দ্র করে কতিপয় যুবক প্লে কার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে।
রাজ্যের সরকারি স্তরে ককবরক দিবস পালনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলাতে। তারই অঙ্গ হিসেবে হয় রেলি। এই রেলি অনুষ্ঠিত হওয়ার সময় কতিপয় যুবক রোমান স্ক্রিপ্টের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। যদিও অল্প কিছু সময়ের মধ্যেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। পুলিশ তাদেরকে আটকানোর পরেও তারা বিক্ষু প্রদর্শন জারি রাখে। অবশেষে বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ। বিক্ষোপকারীদের দাবি ককবরক ভাষার লেখার জন্য রোমান স্ক্রিপ্ট চালু করতে হবে।
অন্যদিকে ককবরক ভাষা দিবস পালনের অনুষ্ঠান থেকে বিধায়ক রামপ্রথা জমাতিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ককবরক ভাষাকে টিকিয়ে রাখতে নিজস্ব স্ক্রিপ্ট দরকার। আগামী দিনে ককবরক ভাষার নিজস্ব লিপি তৈরি করে এই ভাষাকে আরো মজবুত করা হবে বলে জানিয়ে দিলেন বিধায়ক রাম ফদ জমাতিয়া।
What's Your Reaction?