লক্ষ্মীলোঙ্গা গান্ধীগ্রাম প্যাক্স লিমিটেডের ম্যানেজারের আর্থিক অনিয়ম নিয়ে স্পেশাল এজিএম
বামুটিয়ার লক্ষ্মীলোঙ্গা গান্ধীগ্রাম প্যাক্স লিমিটেডের ম্যানেজার মোহনদাস প্রায় ২৫ লক্ষ টাকার আর্থিক অনিয়ম করেছে বিগত দিনে। এই অর্থ আদায় করার জন্য এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার। কিভাবে এই অর্থ রাশি তার কাছ থেকে আদায় করা হবে তার এক লিখিত বয়ান আদায় করা হয়েছে অভিযুক্তের কাছ থেকে।
দ্যা ফ্যাক্ট :- লক্ষ্মী লোঙ্গা গান্ধীগ্রাম প্যাক্স লিমিটেডের ম্যানেজার মোহনদাসের আর্থিক অনিয়মের অর্থ পুনরুদ্ধারের বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে স্পেশাল এজিএম। শনিবার এই এজিএমকে কেন্দ্র করে প্রায় ২১.৫ লক্ষ টাকা উদ্ধারের উপর হয় আলোচনা।
গত মে মাসে লক্ষ্মী লুঙ্গা গান্ধীগ্রাম প্যাক্স লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হয়। তাতে ম্যানেজার মোহনদাস প্রায় ২৫ লক্ষ টাকা আত্মসত করার অভিযোগ সত্যতা প্রমাণিত হয়। মোহন দাস লিখিত আশ্বাস দেয় সেই অর্থ ফেরত দেবার। আজ এজিএম হবার সময় দেখা যায় এখনো প্রায় ২১.৫ লক্ষ টাকা বকেয়া রয়েছে। মোহনদাস লিখিতভাবে জানায় প্রতিমাসে তার বেতন থেকে ৫ হাজার টাকা এবং প্রতিবছর এক লক্ষের বেশি টাকা পরিশোধ করবে কো-অপারেটিভ সোসাইটিকে। এই হিসেবে দেখা যায় প্রায় ১২ থেকে ১৩ বছর সময় লাগবে এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করতে। প্রশ্ন উঠছে ম্যানেজার মোহনদাস বাস্তব অর্থেই এই অর্থ পরিশোধ করতে পারবে তো?
What's Your Reaction?