মোহনপুরে আক্রমণ পাল্টা আক্রমণে আহত দুই
দ্যা ফ্যাক্ট :- প্রতিবেশীর দায়ের কুপে গুরুতর আহত যুবক। পাল্টা আক্রমণে আহত হয়েছে আক্রমণ কারি। আক্রমণ পাল্টে আক্রমণের এই ঘটনা সিধাই থানাধীন জগতপুরে।
শনিবার সকালে জগতপুর এলাকার দীপক সূত্রধর দা নিয়ে আক্রমণ করে প্রতিবেশী দেবরাজ দেবনাথ। তাকে দা দিয়ে ঘাড়ে এবং হাতে আঘাত করে। অন্যদিকে দেবরাজের পরিবারের লোক লাঠি দিয়ে অভিযুক্ত দীপকের মাথায় আঘাত করে। এতে দুজনই আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মোহনপুর হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় জিবিপি হাসপাতালে। দীপক জানাই তার প্রতিবেশী দেবরাজ দেবনাথ প্রতিনিয়ত তার স্ত্রী এবং মাকে বিভিন্নভাবে জ্বালাতন করছে। এই কারণেই তাকে আক্রমণ করা হয়েছে। অন্যদিকে ঘটনার তদন্তকারী পুলিশ জানায় গোটা বিষয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে দেবরাজের পরিবারের তরফে জানানো হয়েছে অভিযুক্ত দীপক মত অবস্থায় বাড়িতে হইচই করছিল। দেবরাজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হওয়ার কারণে এই বিষয়ের প্রতিবাদ করে। এই প্রতিবাদের জেরেই তাকে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
What's Your Reaction?