বিনোদিনী চা-বাগানে মন্ত্রী হস্তক্ষেপে সমস্যার সমাধান
বামুটিয়া বিনোদিনী চা বাগানে শ্রমিক এবং মালিকপক্ষের সাথে আলোচনার মাধ্যমে একাধিক সমস্যা সমাধান করলেন মন্ত্রী রতন লাল নাথ। শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পর এই বৈঠকে মিলিত হয়েছেন মন্ত্রী।
দ্যা ফ্যাক্ট :- মালিক শ্রমিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার মাধ্যমে বিনোদিনী চা বাগানের একাধিক সমস্যা সমাধান করলেন মন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি মালিকপক্ষ শ্রমিক এবং স্থানীয়দের মধ্যে পামওয়েল বাগান তরীকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
সম্প্রতি বিনোদিনী চা বাগানের শ্রমিকরা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বাগানের বেশ কিছু সমস্যা উত্থাপন করেন। শ্রমিকদের দাবি ছিল বাগানের ছেলে মেয়েদের খেলার জন্য একটি মাঠ বরাদ্দ করা, চা বাগানের জমিতে আনারস বাগান না করা। ইতিমধ্যেই মালিকপক্ষ খেলার জন্য জমি প্রদান করার দাবি মেনে নিয়েছেন। পাশাপাশি চা বাগানের জমিতে আনারস বাগান করার কোন সিদ্ধান্ত মালিকপক্ষের নেই বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। এদিকে বিনোদিনী চা বাগানে পামঅয়েল বাগান তৈরি করা নিয়ে বেশ কিছু আপত্তি উত্থাপন হয়। সেগুলোই ভুল বোঝাবুঝির পর উভয় পক্ষের মধ্যে সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।
What's Your Reaction?