দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে মোহনপুরে বিভিন্ন চা বাগানে কর্মসূচি BJP-র
দীনদয়াল উপাধ্যায়কে পাথেয় করে চলছে দল,যার প্রভাব দেখা যায় কাজে:রতন
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা :- একেবারে পিছিয়ে থাকা চা বাগান এলাকার ছেলেমেয়েদের সাথে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন পালন করলেন মন্ত্রী রতর লাল নাথ। গোপালনগর এবং কালাছড়া চা বাগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয় সোমবার।
২ নং মোহনপুর বিধানসভা এলাকার পিছিয়ে পরা দুটি চা বাগান অর্ধসিত অঞ্চল কালাছড়া এবং গোপালনগর। সোমবার কালাছড়া চা বাগানে আয়োজন করা হয় এই এলাকার ছেলেদের মধ্যে ক্রিকেট খেলা এবং ফুটবল খেলার। ছেলেদের উৎসাহ বাড়িয়ে খেলা শেষে প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। আহ্বান করেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে যেভাবে গোটা গ্রামের যুবকরা খেলায় মেতে উঠেছে তা যেন জারি থাকে। অন্যদিকে মন্ত্রী বলেন বর্তমান বিজেপি দল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে এগিয়ে যাচ্ছে। সেই আদর্শকে নিয়ে যারা কাজ করছে তাঁদের নেতৃত্বে দেশ চলছে। আর এই আদর্শবান নেতাদের কারণেই ভারতবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনার মত প্রকল্প আজ সফল রূপ পেয়েছে। মন্ত্রী কটাক্ষ করে বলেন এর আগেও ভারতবর্ষে গৃহ নির্মাণের প্রকল্প সরকার ঘোষণা করেছিল এবং বাস্তবায়ন করেছিল। কিন্তু সফলতা আসেনি। একমাত্র বর্তমান সরকার যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘোষণা করেছে তাতেই সফলতা এসেছে। এদিন দ্বিতীয় অনুষ্ঠানটি হয় গোপালনগর চা বাগানে। সেখানেও চা বাগান এলাকার ছেলেমেয়েরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলার মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেন। পরে এই দিনের তাৎপর্য সম্পর্কে আলোচনার পাশাপাশি যুবক যুবতীদের উৎসাহিত করলেন মন্ত্রী রতন লাল নাথ এবং টিটিডিসির চেয়ারম্যান সন্তোষ সাহা।
What's Your Reaction?