দরিদ্র পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানে সহযোগিতা যুব মোর্চার মণ্ডল সম্পাদকের
দরিদ্র পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানে সহযোগিতা করল যুব মোর্চা বামুটিয়া মন্ডল সম্পাদক বিপ্লব সরকার। ভোগজুর গ্রামের সুরেশ দাস এবং উনার স্ত্রী সবিতা সরকারের শ্রাদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন সামগ্রী প্রদান করলেন তিনি।
দ্যা ফ্যাক্ট:- দরিদ্র পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানে সহযোগিতা করল যুব মোর্চা বামুটিয়া মন্ডল সম্পাদক বিপ্লব সরকার। ভোগজুর গ্রামের সুরেশ দাস এবং উনার স্ত্রী সবিতা সরকারের শ্রাদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন সামগ্রী প্রদান করলেন তিনি।
সম্প্রতি শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে প্রয়াত হয়েছেন সুরেশ দাস। তিনি প্রয়াত হবার তিনদিন পর হৃদরোগে আক্রান্ত হয়েছেন উনার স্ত্রী সবিতা সরকার। ৬ দিনের মাথায় প্রয়াত হয়েছেন তিনি। অবশেষে মঙ্গলবার উনার নিকট আত্মীয়র উদ্যোগে শ্রাদ্ধানুষ্ঠান করা হয় বামুটিয়ার ভোগজুড়ে। পরিবারটি আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল হবার কারণে বিপ্লব সরকার শ্রাদ্ধানুষ্ঠানের বিভিন্ন সামগ্রী প্রদান করেছেন। পাশাপাশি উপস্থিত ছিলেন যুব মোর্চার সহ-সভাপতি পাপন দাস সহ অন্যান্যরা।
What's Your Reaction?