জয়পুরে গাজী বাবার মাজারে ১৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে মেলা এবং উৎসব
রামনগর বিধানসভা এলাকার অন্তর্গত জয়পুরে গাজী বাবার মাজারে শুরু হতে যাচ্ছে মেলা এবং উৎসব। মঙ্গলবার থেকে শুরু হবে এই মেলা। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এই মেলার মাধ্যমে দেওয়া হয়েছে সম্প্রতির বার্তা।
দ্যা ফ্যাক্ট :- রামনগর বিধানসভার জয়পুরে গাজী বাবার মাজারে চার দিন ব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী মানুষ এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষদের যৌথ উদ্যোগে গঠিত হয়েছে কমিটি। যার মাধ্যমে এক সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
মূলত মাজারকে কেন্দ্র করে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন। জয়পুরে এই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে এগিয়ে এলো হিন্দু সম্প্রদায়ের মানুষরাও। এই মাজারকে কেন্দ্র করে ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করতে দুই সম্প্রদায়ের মানুষ সমানভাবে মাঠে নেমেছে। চারদিন ব্যাপী বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মীয় অনুষ্ঠান পরিবেশিত হবে মাজারকে কেন্দ্র করে। সমাজের সমস্ত অংশের মানুষ এই কর্মসূচিকে সফল করার জন্য সহযোগিতা করছে বলে জানিয়েছেন আয়োজকেরা। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি সুবল দাস এবং সম্পাদক কামাল হোসেন।
What's Your Reaction?