জগৎপুরে ২৫ হাজার গাঁজা গাছ কাটল সিধাই থানার পুলিশ
জগতপুর এলাকায় বিশাল পরিমাণ এলাকা জুড়ে চাষ হওয়া গাঁজা বাগানে হাত দিলেও শিরায় তেনার পুলিশ। প্রায় ২৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে দাবি পুলিশের। তবে গোটা এলাকা জুড়ে রয়েছে আরও ব্যাপক গাজা বাগান।
দ্যা ফ্যাক্ট :- বৃহস্পতিবার আবারো গাঁজা বিরোধী অভিযান করল সিধাই থানার পুলিশ। মোহনপুরের জগতপুর এলাকায় করা হয় এই গাঁজা বিরোধী অভিযান। মোট ২৭ টি প্লটে প্রায় ২৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন থানার সেকেন্ড অফিসার রথীন্দ্র দেববর্মা।
জগতপুর, নোয়াগাঁ এলাকায় ব্যাপক পরিমাণ গাঁজা চাষ করা হয়েছে। বৃহস্পতিবার এই এলাকাতে গাঁজা গাছ ধ্বংস করার পরেও আরও ব্যাপক পরিমাণ গাঁজা গাছ রয়ে গেছে। গাঁজা গাছগুলো ধ্বংস করার জন্য একটি বড় টিম গঠন করে পুনরায় অভিযান করা প্রয়োজন। অন্যথায় বিশাল পরিমাণ এলাকা জুড়ে গাঁজা বাগান অক্ষত থাকবে। রথীন্দ্র দেববর্মা জানান সিআরপিএফ, টিএসআর এবং পুলিশ যৌথভাবে এই গাঁজা বিরোধী অভিযান চালায়।
What's Your Reaction?