চুরি যাওয়া বাইক সমেত ৪ অভিযুক্তকে গ্রেফতার করল পশ্চিম আগরতলা থানা

বিভিন্ন সময় চুরি হওয়া পাঁচটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে চার অভিযুক্তকে।

Dec 15, 2025 - 23:53
 0  15
চুরি যাওয়া বাইক সমেত ৪ অভিযুক্তকে গ্রেফতার করল পশ্চিম আগরতলা থানা
চুরির বাইক সমেত ৪ অভিযুক্তদের গ্রেপ্তার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বাইক চুরির সাথে জড়িত থাকার দায়ে ৪ অভিযুক্তদের গ্রেফতার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার করল চুরি হওয়া পাঁচটি বাইক এবং একটি বাইসাইকেল। এই ঘটনার সাথে জড়িত আরো অভিযুক্তদের জালে তোলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সদর এসডিপিও দেবীপ্রসাদ রায়। 

              গেল ১২ ডিসেম্বর আগরতলায় লেক চৌমুহনি বাজার এলাকা থেকে একটি বাইক চুরি হয়। অভিযোগ করা হয় পশ্চিম আগরতলা থানায়। থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি টিম গঠন করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। অভিযুক্তরা হল রাজু শুক্ল দাস, প্রদীপ নম, বিষ্ণু দেবনাথ এবং সুরজিৎ দেবনাথ। পাশাপাশি অভিযুক্তদের হেফাজতে থাকা চুরি করা পাঁচটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি বাইসাইকেল। বিভিন্ন সময় এই বাইকগুলো ছিনতাই কাজে অভিযুক্তরা ব্যবহার করেছিল বলে জানিয়েছেন এসডিপিও দেবীপ্রসাদ রায়। তিনি আরো জানান অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরো অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভবনা রয়েছে। ইতিমধ্যেই একাধিক অভিযুক্তের নাম উঠে এসেছে পুলিশের হাতে। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ নিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow