চুরি হওয়া শিশু উদ্ধার করে বাবা-মার কাছে ফিরিয়ে দিল পশ্চিম আগরতলা থানা
আগরতলা রাস্তার পাশ থেকে প্রকাশ্যে চুরি হওয়া শিশু উদ্ধার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। বৃহস্পতিবার পশ্চিম আগরতলা থানায় প্রকৃত মা-বাবার হাতে হস্তান্তর করা হয়েছে শিশুটিকে। যদিও এই ঘটনার সাথে জড়িত অভিযুক্ত অধরা।
দ্যা ফ্যাক্ট :- আগরতলা শহর থেকে প্রকাশ্যে চুরি হওয়া শিশু উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ। বৃহস্পতিবার শিশুটিকে তার প্রকৃত মা-বাবার হাতে হস্তান্তর করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। যদিও এই ঘটনা সাথে জড়িত কোন অভিযুক্তকে আটক করতে পারল না পুলিশ। ধারণা কর শিশু চুরির ঘটনাটিকে সামান্য নিখোঁজ হবার ঘটনা হিসেবে দেখাতে চাইছে পুলিশ।
বুধবার রাতে আগরতলা শহরের নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজপথ থেকে চুরি হয়ে গেল একটি শিশু। সঙ্গে সঙ্গেই একজন আইনজীবী বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ এসে শুরু করে তদন্ত। অবশেষে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। যদিও এই ঘটনা সাথে জড়িত কোন অভিযুক্তকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকায় করছে প্রশ্ন। যতদূর খবর পাওয়া গেছে পুলিশ নিজেদের মান বাঁচাতে গোটা ঘটনা রেখ শিশুর নিখোঁজ হবার ঘটনা হিসেবে প্রকাশ জানতে চাইছে। যার ফলে শিশু চুরির সাথে জড়িত অভিযুক্তদের আড়াল করে রাখল পুলিশ। এখন দেখার আগামী দিনে এই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের পুলিশ আইনের আওতায় আনে কিনা।
What's Your Reaction?