বাল্যবিবাহ রোধ এবং নেশা বিরোধী সচেতনতামূলক কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী

বাল্যবিবাহ প্রতিরোধ এবং নেশা মুক্ত ভারত গঠনের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক এক সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ১৭ তারিখ গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। মঙ্গলবার গান্ধীগ্রাম স্কুলে এই কথা জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল।

Jul 15, 2025 - 23:59
Jul 16, 2025 - 00:20
 0  13
বাল্যবিবাহ রোধ এবং নেশা বিরোধী সচেতনতামূলক কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী
বাল্যবিবাহ রোধ এবং নেশা মুক্ত ভারত গড়তে জেলাভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি নিয়ে গান্ধীগ্রাম স্কুলে সাংবাদিক সম্মেলন। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- রাজ্যের নাবালিকা বিয়ে এবং নেশার রহমান কোনভাবেই নিম্নমুখী হচ্ছেনা। বিশেষ করে ড্রাগসের নেশাকে কেন্দ্র করে যুবসমাজ আজ কঠিন সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। একই সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে নাবালিকা বিয়ে। এই নাবালিকা বিয়ে রোধ করার ক্ষেত্রে প্রশাসনের মাঝে মধ্যে তৎপরতা পরিলক্ষিত হলেও শাস্তির কোন ধরনের ঘটনা সামনে আসছে না। নাবালিকা বিয়ে আটকানোর পর এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধরনের মামলা গ্রহণ করা হচ্ছে না। ফলে যারা এই অপরাধের সাথে জড়িত তারা গুরুতর অন্যায় করেও রেহাই পেয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই জনমনে নাবালিকা বিয়েকে কেন্দ্র করে আইন এবং প্রশাসনের প্রতি কোন ভয় দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক নাবালিকা বিয়ে এবং ড্রাগস মুক্ত ভারত গঠন করার লক্ষ্যে জেলাভিত্তিক সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল জানান গোটা জেলা জুড়ে এই প্রচার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে এই বিষয়ে ছেলেমেয়েদের সচেতন করা হবে। পাশাপাশি জেলাস্তরের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হবে গান্ধীগ্রাম স্কুল মাঠে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow