বামুটিয়ায় কৃষকের উৎপাদিত ধান কেটে সহযোগিতা করলো কিষণ মোর্চা
কিষাণ মোর্চা কমুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে কৃষকের উৎপাদিত ধান কেটে সহযোগিতা করা হলো কৃষককে। বামুটিয়ার বেড়ীমুড়াতে কৃষকের উৎপাদিত ধান কাটা হয়েছে মোর্চার উদ্যোগে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব সহ সংগঠনের সদস্য সদস্যরা।
দ্যা ফ্যাক্ট :- কিষান মোর্চা বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে কৃষকের উৎপাদিত ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হলো। বুধবার বেড়ীমুড়া এলাকায় কৃষকের উৎপাদিত ধান কেটে বাড়ি পৌঁছে দিল কিষান মোর্চা। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস, কিষান মোর্চার মন্ডল সভাপতি সুখেন রায় , প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস সহ অন্যান্যরা।
রাজনীতির পাশাপাশি সামাজিক কাজকর্মকে প্রাধান্য দেয় ভারতীয় জনতা পার্টি। ২০১৮ সালের আগ পর্যন্ত ত্রিপুরাতে রাজনৈতিক দলের এই সংস্কৃতি দেখা যায়নি। নতুন সরকার আসার পর থেকে এই সংস্কৃতি ত্রিপুরাতে শুরু হয়েছে। বুধবার কিষাণ মোর্চার উদ্যোগে ধান কাটার কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন বামুটিয়ার মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস। পাশাপাশি তিনি আহবান করেন সমস্ত অংশে মানুষ নিজ নিজ এলাকায় বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এদিন বেড়ীমুড়া গ্রামের সজল সরকারের জমিতে ধান কেটে ওনাকে সহযোগিতা করল কিষান মোর্চা।
What's Your Reaction?