প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় নতুন রাস্তার শিলান্যাস করলেন বৃষকেতু
প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের ২৫ বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষে সিমনা বিধানসভার কুতনা বাড়ি স্কুল থেকে সদিরাম ঠাকুরপাড়া পর্যন্ত নতুন পাকা রাস্তার শিলান্যাস করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ অন্যান্যরা।
দ্যা ফ্যাক্ট:- প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় ২৫ বছর পূর্তি উপলক্ষে সিমনা বিধানসভা এলাকাতে নতুন রাস্তা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে নির্মাণ করা হবে এই রাস্তা। রাস্তা নির্মাণকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো শিলান্যাস।
গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় বহু গ্রামকে শহরের সাথে যুক্ত করা হয়েছে। বিশেষ করে গ্রামীন এলাকাগুলোকে শহর এবং জাতীয় সড়কের সাথে যুক্ত করার লক্ষ্যকে মাথায় রেখেই শুরু হয়েছিল এই প্রকল্প। যার মাধ্যমে ত্রিপুরার বহু গ্রামীণ এলাকাতে পাকা রাস্তা নির্মাণ হয়েছে। এই প্রকল্পের ২৫ বছর পূর্তি উপলক্ষে সিমনা বিধানসভার কুতনা বাড়ি স্কুল থেকে সদিরাম পাড়া পর্যন্ত পাকা রাস্তা করার উদ্যোগ গ্রহণ করা হয়। এই রাস্তা নির্মাণে ব্যয় ধার্য করা হয়েছে ৯.৭৫ কোটি টাকা। এই রাস্তা নির্মাণ হলে খুব অল্প সময়ের মধ্যেই দুই এলাকার জনগণ যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন এলাকার বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা।
What's Your Reaction?