এসপির বদলির নির্দেশ কলাপাতা কনস্টেবলের কাছে
দ্যা ফ্যাক্ট :- বিগত সাত বছর যাবত সিধাই থানাতে একচেটিয়া রাজত্ব করছে কনস্টেবল জয়ন্ত গোপ। ইতিপূর্বে মহকুমা পুলিশ আধিকারিক বদলি করলেও বদলির নির্দেশ স্থগিত করায় জয়ন্ত। বর্তমানে পুলিশ সুপার তার বদলির নির্দেশ নামায় সাক্ষাল করলেও সেই নির্দেশনামা স্থগিত করানোর জন্য চেষ্টা চালাচ্ছে জয়ন্ত।
সিধাই থানাতে দীর্ঘ বছর যাবত একচেটিয়া রাজত্ব করে যাচ্ছে জয়ন্ত গোপ নামে এক পুলিশ কনস্টেবল। অন্যান্য অফিসার এবং কনস্টেবলরা নিয়মিত স্থানান্তর হলেও জয়ন্তকে স্থানান্তর করার মতো কোনো অধিকারিক এখনও তার সামনে এসে দাঁড়াতে পারেনি। ২০২৪ সালে মহকুমা পুলিশ আধিকারিক তাকে সিধাই থানা থেকে লেফুঙ্গা থানাতে বদলি করে। সেই নির্দেশ নামা স্থগিত করার জয়ন্ত। গত ৮ তারিখ পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক জন্তুকে রাধাপুর থানায় স্থানান্তর করে। নির্দেশ নামাতে জয়ন্তকে রিলিজ অর্ডার থাকলেও খবর করা পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে জয়ন্ত।
অভিযোগ এই থানার এক বিবাহিত মহিলা কনস্টেবল এর সাথে অবৈধ সম্পর্ক এবং অবৈধ রোজগারের জেরে সিধাই থানা ছাড়তে চাইছে না জয়ন্ত। এখন দেখার জেলার পুলিশ সুপার তাকে স্থানান্তর করতে সক্ষম হয় কিনা
।
What's Your Reaction?