বিয়ে বাড়িতে এসে রহস্যজনকভাবে প্রয়াত যুবক, শোকের ছায়া এলাকা জুড়ে
দ্যা ফ্যাক্ট :- কামালঘাটে শান্তি পাড়াতে বিয়ে বাড়িতে এসে প্রয়াত হল এক যুবক। তার নাম বিট্টু রবিদাস (৩১)। তার বাড়ি মোহনপুরে শনিতলাতে। কিভাবে এই মৃত্যুর ঘটনাটি সংঘটিত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে তার মাথায় আঘাতে চিহ্ন রয়েছে।
এক নিকট আত্মীয়র বিয়েতে এসেছিল বিট্টু। বিয়ে বাড়ির বাইরে রাস্তার মধ্যে তাকে আহত অবস্থায় পাওয়া যায়। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকল বিভাগের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিট্টুর কুটা দেহে কোন আঘাতে চিহ্ন ছিল না। শুধু মাথায় ছিল আঘাতের চিহ্ন। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা সেই বিষয়টি খুঁজে দেখছে পুলিশ। সোমবার জিবিপি হাসপাতালে ময়নাতদন্ত শেষে দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মর্মান্তিক এই মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে
।
What's Your Reaction?